"বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র"
কথাটা কবিতার ছন্দে পড়তে যতোটা না ভাল লাগা কাজ করতো তার চাইতেও কয়েকগুণ বেশি ভালো লাগাটা বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণের পর থেকে কাজ করছে।
কেননা পুরো বিশ্ব যেখানে স্থবির হয়ে থমকে গিয়েছে,সেখানে শিক্ষাব্যবস্থা থেমে যায়নি বরং ইন্টারনেটের মতো পরশপাথরের ছোঁয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম এক নতুনত্বের উন্মোচন করে যেখানে অনলাইন প্লাটফর্মে ছাত্র-শিক্ষক এক হয়ে এই সংকটকালীন মহামারী সময়েও শিক্ষাব্যবস্থা চালিয়ে যাচ্ছে।
আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরুর অভিজ্ঞতার গল্পটা অনেকটা ভিন্নতা দিয়ে শুরু হলো,নতুন অধ্যায়ে নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছি। অনলাইনে নবীন বরন থেকে প্রেজেন্টেশন সমস্ত কিছুর নতুন অভিজ্ঞতা আমাকে ক্ষানিকটা অবাক করেছিল।শুধু অবাক নয় সেই সাথে কিছুটা ভয়ের ও সঞ্চার হয়েছিল তবে শিক্ষকদের বন্ধুত্ব সুলভ আচরণ সেই ভয় টুকুকে জয় করতে খুব একটা বেশি সময় নেয়নি।প্রতিটা শিক্ষক অনেকটা অভয় দিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য পথপ্রদর্শক হিসেবে পাশে ছিলো, এখনো আছে।সংকটকালীন মহামারী পরিস্থিতি বিরাজ করায় অনলাইন প্লাটফর্মে নিজেকে যুগোপযোগী করা নিয়ে কিছুটা দ্বিধা- দ্বন্দ্বে ছিলাম।তবে খাপ-খাইয়ে নেয়ার মানসিকতা আর বিশ্বাস দুটোকে সামনে রেখেই দু' কদম এগিয়ে ছিলাম।
কেননা "হেরে যাবো বলে তো স্বপ্ন দেখিনি"।
সবশেষে, ধন্যবাদ শিক্ষকতা পেশায় নিয়োজিত সকল শিক্ষকদেরকে,সমস্ত প্রতিকূল অবস্থার মাঝে থেকেও শিক্ষাবর্ষকে চলমান রাখার জন্য।
শিমুল চক্রবর্তী
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,স্থায়ী ক্যাম্পাস |